পেট্রোলিয়াম কর্পোরেশন বিল উত্থাপন
শেয়ার মার্কেটে তালিকাভুক্তির বিধান রেখে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্ডিনেন্স-১৯৭৬ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিলটিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তহবিল, সরকারের অনুমোদনক্রমে, শেয়ার সঞ্চয়পত্র বা অন্য কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবে। এছাড়া কর্পোরেশন সরকারের পূর্বনুমোদনক্রমে এবং সরকার কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে বিভিন্ন কোম্পানিতে থাকা কর্পোরেশনের শেয়ার বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবে। কর্পোরেশনের শেয়ারসমূহ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হবে।
এছাড়া বিলের আইনের ৪ ধারায় বলা আছে, কর্পোরেশনের অনুমোদিত মূলধন হবে পাঁচ কোটি টাকা। যা কর্পোরেশনের প্রয়োজন অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত হবে। এই আইনের ২ উপধারার ২ ধারায় বলা আছে, এতে যাহা থাকুক না কেন, কর্পোরেশন ইহার সকল বা যে কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে, সরকার অনুমোদনক্রমে, দেশি-বিদেশি ব্যাংক বা অন্য কোনো উৎস থেকে ঋণ বা অনুদান গ্রহণক্রমে পৃথকভাবে মূলধন বৃদ্ধি করিতে পারিবে।
নতুন কোম্পানি গঠন সম্পর্কে বিলে বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন, সরকারের পূর্বনুমতিক্রমে, নতুন কোনো কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করতে পারবে এবং উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে পারবে। এছাড়া দেশি-বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্ত কোম্পানির শেয়ার ধারণের অনুমতি প্রদান করতে পারবে।
বিলে আরো বলা হয়, পেট্রোলিয়াম কর্পোরেশন আমদানিকৃত অপরিশোধিত তেল, পরিশোধিত পেট্রোলিয়াম বা পেট্রোলিয়ামজাত পণ্য তেল শোধনাগার ও তেল বিপনন কোম্পানিগুলোতে বিক্রয়ের উপর অথবা উদ্ধৃত পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্য রিফাইনারী থেকে ক্রয়পূর্বক রফতানি করে লাভ করতে পারবে।
বিলে বলা আছে, সরকারের লিখিত অনুমতি ব্যতিরেখে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা সহযোগীর মাধ্যমে কর্পোরেশনের পক্ষে কোনো চুক্তি বা চাকরির অংশিদারিত্ব বা স্বার্থ জ্ঞাতসারে অর্জন করেন বা উক্ত অর্জন দখল করেন। তবে সরকার লিখিত আদেশ দ্বারা চেয়ারম্যান বা যে কোনো পরিচালককে পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি প্রদান করতে পারবেন।
প্রসঙ্গত, ১৯৭৬ সালে জারিকৃত বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের অধ্যাদেশটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাতিল ঘোষিত হওয়ায় রাষ্ট্রপতি ২০১৩ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধ্যাদেশ জারি করেন। তা সংশোধন করে নতুনভাবে আইন প্রণয়নের জন্য বিলটি সংসদে উত্থাপন করা হয়।
এইচএস/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ২ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৩ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৫ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম