সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘সমুদ্র ঘূর্ণি-২০১৫’ উপলক্ষে মঙ্গলবার খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হলে আয়োজিত দু’দিনব্যাপী সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার সমাপ্ত হয়েছে।
সেমিনারের সমাপনী দিনে খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কাজী কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সেমিনারের সমাপনী দিনে সমুদ্রপথে বাণিজ্যের সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষায় চ্যালেঞ্জসমূহ মোকাবেলার বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা, ট্যুর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক এবং খুলনা শিপইয়ার্ড ও মংলা বন্দরের কর্মকর্তাগণ প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তরা বিশাল সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল মেরিটাইম এজেন্সিসমূহকে একসঙ্গে কাজ করা ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।
এসময় স্থানীয় সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্য এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ২ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৪ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম
- ৫ মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা: এসপি