রাজধানীতে র্যাবের অভিযান, মাস্ক না থাকলেই জরিমানা
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুসারে মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীতে এক যোগে চার স্থানে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মাস্ক না পড়লে জরিমানা আদায়, করোনায় জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করবে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড়, ফার্মগেট মোড়, সিটি কলেজ মোড় ও মিরপুরে একযোগে র্যাবের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরান।
তিনি বলেন, শাহবাগ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, ফার্মগেট মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, সিটি কলেজ মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও মিরপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
জেইউ/এআরএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ২ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৩ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৪ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৫ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ