ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪৪৮টি ফ্ল্যাট পাচ্ছেন সংসদ কর্মকর্তারা

প্রকাশিত: ১০:১৪ এএম, ১০ নভেম্বর ২০১৫

সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে আরো একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় জাতীয় সংসদে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় শেরে-ই-বাংলা নগরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এর আগে কোনো সরকার এমন সিদ্ধান্ত নেয়নি। আমরাই প্রথম জাতীয় সংসদে নিয়োজিত কর্মচারি-কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করব।

তিনি বলেন, প্রকল্পটিতে ব্যয় হবে ২১৮ কোটি ৪৭ লাখ টাকা। ২০১৬ সালের জুলাই মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তিনি।

এসএ/এসকেডি/আরআইপি