ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুবাইয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে বাংলাদেশি খুন

প্রকাশিত: ০৯:০৪ এএম, ১০ নভেম্বর ২০১৫

দুবাইয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে এক বাংলাদেশি পুরুষকে ছুরিকাঘাত করে হত্যা করেছে অপর এক বাংলাদেশি নারী। ২৫ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে দুবাইয়ের একটি আদালতে খুনের অভিযোগ গঠন করা হয়েছে। তবে নিহত ও ঘাতক ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। খবর খালিজ টাইমস।

ফরেনসিক বিশেষজ্ঞদের তথ্য মতে, নিহত পুরুষের বাম পাশের উরুতে গভীর ক্ষতের কারণে মৃত্যু হয়েছে। অভিযুক্ত এনএম আদ্যক্ষরের ওই নারী জানান, তিনি দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু তাকে নিয়োগদাতার বাড়ি থেকে পালিয়ে যেতে প্ররোচনা দেয় ওই পুরুষ। একই সঙ্গে সেখান থেকে পালালে আরো ভালো বেতনের চাকরি জোগাড় করে দেয়ার আশ্বাস দেয়। কিন্তু পালিয়ে আসার পর তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করে ওই ব্যক্তি।

এনএম এর সঙ্গে এইচএস (২৮) নামের আরেক বাংলাদেশি পুরুষ ও এমএ (২৮) নামের অপর এক বাংলাদেশি নারীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। এইচএস-এর বিরুদ্ধে এনএমকে ওই খুনে প্ররোচনা দেয়া ও মুরাক্কাবাত শহরের নিজ ফ্ল্যাটে পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগ আনা হয়েছে। ওই ফ্ল্যাটেই খুনের ঘটনাটি ঘটেছে।

পুলিশের একজন লেফটেন্যান্ট বলেন, গত ৯ আগস্ট খুনের ঘটনাটি ঘটে। ঘটনার সময় এইচএস ও এমএ সেখানে উপস্থিত ছিলেন। আমরা তাদের গ্রেফতার করেছি।

খুন হওয়া বাংলাদেশি পুরুষকে সেই ফ্ল্যাটে নিয়ে যায় এইচএস। সেখানে ঢুকলে খুনের দায়ে অভিযুক্ত নারীর সঙ্গে তার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরে তারা। এরপরই এনএম নামের ওই নারী অপর বাংলাদেশিকে আঘাত করে। এ আঘাতে তার মৃত্যু হয়।

গত ১২ আগস্ট পুলিশের হাতে আটক হওয়া ওই নারী পুলিশকে জানায়, তিনি ওই ফ্ল্যাটে থাকতেন। ফ্ল্যাটের দেখাশোনা ও সেখানে পতিতাদের ওপর নজর রাখতেন তিনি।

এসঅাইএস/এমএস