ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এমপি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ হাবিব হাসান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৪ নভেম্বর ২০২০

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

jagonews24

শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ৯ জুলাই ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

নৌকা প্রতীক নিয়ে হাবিব হাসান ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে জয়লাভ করেন। আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

এইচএস/এফআর/এমএস