ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১০ নভেম্বর ২০১৫

সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। মঙ্গলবার সকাল ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে অবতরণ করে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেয়া ছাড়াও ১২৭ বছরের পুরনো চট্টগ্রাম বৌদ্ধবিহার (নন্দনকানন বৌদ্ধমন্দির) পরিদর্শন করবেন তিনি।

চট্টগ্রামের এনডিসি লুৎফুর রহমান জানান, আজ (মঙ্গলবার) রাষ্ট্রপতি সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া বিকেলে ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের নন্দনকাননের বৌদ্ধবিহারে যাবেন তিনি। এ সময় তিনি সেখানে একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করবেন।
 
১২৭ বছরের পুরনো এই বৌদ্ধবিহারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু পর এই প্রথম কোনো নির্বাচিত রাষ্ট্রপতি চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের প্রাচীনতম এই উপাসনালয়ে গেলেন।

হোটেল রেডিসন ব্লু’র প্রেসিডেন্ট স্যুটে রাত্রিযাপনের পর আগামীকাল বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজার যাবেন রাষ্ট্রপতি।

জীবন মুছা/আরএস/পিআর