পুরুষ নির্যাতন দমন আইনের দাবিতে মানববন্ধন
পুরুষ নির্যাতন দমন আইনের দাবিতে রাজধানীতে র্যালি ও মানববন্ধন করেছে ‘বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব ফারুক শাজেদের সঞ্চালনায় বক্তারা বলেন, এদেশে নারীদের জন্য আইনী সুরক্ষার ব্যবস্থা থাকলেও পুরুষদের জন্য কোনো আইন নেই। ফলে তারা ঘরে-বাইরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে পুরুষরা। আবার অনেক সময় বিনা বিচারে কিংবা মিথ্যা মামলায় লাঞ্ছিত হতে হচ্ছে তাদের।
তারা আরও বলেন, পুরুষদের জন্য আলাদা কোনো আইন ও মন্ত্রণালয় না থাকায় নির্যাতন ও বৈষম্যের কথাগুলো তুলে ধরতে পারছে না তারা। তাই অবিলম্বে পুরুষ নির্যাতন বন্ধে আইন করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা পুরুষদের জন্য পুরুষ নির্যাতন আইন ও পুরুষ বিষয়ক মন্ত্রণালয় করা, নারী নির্যাতন আইনের অপব্যবহার বন্ধের জন্য আইনটিকে সংশোধন ও যুগোপযোগী করাসহ সাধ্যের অতিরিক্ত দেনমোহরকে যৌতুকের সমতুল্য করে আইন, বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের জন্য নারী-পুরুষ উভয়কে শাস্তি প্রদান ও মিথ্যা মামলাকারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি জানান।
এ সময় সংগঠনের সভাপতি শেখ খায়রুল আলমসহ ঢাকা মহানগরের সদস্য সচিব মাজেদ ইবনে আজাদ ও ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক লিটন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর বিশ্বের ৭০টি দেশে আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে দিবসটি পালন করে আসছে।
এসএস/এমকেএইচ