ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গণজাগরণ মঞ্চের সমাবেশ ও আলোর মিছিল

প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

লেখক, ব্লগার, প্রকাশক, পুলিশসহ একের পর এক হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সমাবেশ ও শাহবাগ থেকে শহীদ মিনার অভিমুখে ‘আলোর মিছিল’ করেছে গণজাগরণ মঞ্চ। গত ৬ নভেম্বর শাহবাগে ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ থেকে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে  সোমবার  বিকেলে এই সমাবেশ ও আলোর মিছিল করে গণজাগরণ মঞ্চ।

সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘গতকাল (রোববার) প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন। ব্যক্তি হিসেবে এবং আওয়ামী লীগের প্রধান হিসেবে তিনি একটি বক্তব্য রাখতেই পারেন। তবে আমাদের দাবি তিনি যখন প্রধানমন্ত্রী তখন তিনি সবারই প্রধানমন্ত্রী। যখন আপনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দেবেন তখন আপনার ব্যক্তিগত মতামত প্রধানমন্ত্রীর মতামত হিসেবে চালিয়ে দেবার কোনো সুযোগ নেই। এ বক্তব্য যেনো কোনোদিকে ভারসাম্যহীন হয়ে না পড়ে। আপনাকে ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য দিতে হবে। এ বিষয়ে শতর্ক থাকতে হবে বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘সারাদেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানে মায়ের পেটের শিশু থেকে শুরু করে লেখক, প্রকাশক এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও জীবনের নিরাপত্তা নেই। যে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার কথা ছিল, তারা নিজেরাই আজ সন্ত্রাসীদের হামলায় জীবন দিচ্ছেন। কাজেই বিষয়টি পরিষ্কার, ব্লগার-লেখক-প্রকাশক অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠী নন, গোটা রাষ্ট্রই এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়েছে।’

আলোচিত দুই শিশু হত্যার বিচারের কথা উল্লেখ করে মঞ্চের মুখপাত্র বলেন, ‘সিলেটে শিশু রাজন হত্যার ঠিক চার মাসের মাথায় রায় প্রদান করা হয়েছে। রাকিব হত্যা মামলার ক্ষেত্রে সময়টি তার চেয়েও কম। এত কম সময়ে মামলা নিষ্পত্তির নজির এইদেশে বিরল। আমরা মনে করি এই দুই শিশুর হত্যাকারীদের মত করে রাজীব, অভিজিৎ, অনন্ত, ওয়াশিকুর, নিলয়, দীপনদের খুনিদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করা গেলে মৃত্যুর মিছিল এত দীর্ঘ হত না।’

তিনি সকলকে প্রতিবাদ সমাবেশ ও আলোর মিছিলে যোগদান জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সম্মিলিত জনতার চেয়ে শক্তিশালী কেউ নেই।’

মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।সমাবেশে উপস্থিত ছিলেন, ভাঙ্কর রাশা, সঙ্গিতা ইমাম, অরন্য কিবরিয়া প্রমুখ।

এএম/এসএইচএস/পিআর