করোনায় হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী মারা গেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
দেবাশীষ চক্রবর্ত্তীর স্ত্রী এবং ছেলেও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। দেবাশীষ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে কর্মরত ছিলেন।
এর আগে, তিনি রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৫ সালে তিনি বিএইচবিএফসিতে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে চাকরিতে যোগদান করেন দেবাশীষ চক্রবর্ত্তী।
পরবর্তীতে তিনি একই প্রতিষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। এরপর তিনি মহাব্যবস্থাপক হিসেবে ২০১১ সালের ২১ মার্চ পদোন্নতি পেয়ে রূপালী ব্যাংক লিমিটেডে যোগদান করেন। পরবর্তীতে রূপালী ব্যাংকে তিনি ২০১৫ সালের ১৮ জানুয়ারি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।
এসআই/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ তথ্য স্থানান্তরের কারণে ধীরগতি, দ্রুতই সমাধান
- ২ সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা উদ্ধার
- ৩ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ৪ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৫ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ