ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ২৫ লাখ ছাড়ালো

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১২ নভেম্বর ২০২০

গত মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে।

প্রথমদিকে সীমিত পরিসরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা শুরু হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ল্যাবরেটরির সংখ্যা বাড়তে থাকে। রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বর্তমানে ১১৫টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ২৫ লাখ এক হাজার ৮০০ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৯৬৮টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৮৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৪০ জন।

এমইউ/এফআর/এমকেএইচ