ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাস্ক না পরায় ৩০ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১২ নভেম্বর ২০২০

মাস্ক ব্যবহার না করায় বন্দর নগরী চট্টগ্রামে ৩০ ব্যক্তিকে ছয় ঘণ্টার আটক আদেশ দিয়েছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সময় আরও ৭৫ ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার ও চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘করোনার দ্বিতীয় টেউ সামলাতে জোর দিচ্ছে সরকার। জনসচেতনতা সৃষ্টির জন্য আজ (বৃহস্পতিবার) নগরীর দুটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় পথচারী, ব্যবসায়ী, গণপরিবহনের চালক ও সহকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাস্ক ছাড়াই বাইরে চলাফেরা করছেন, যা সবার জন্যই ক্ষতিকর। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মধ্যে ৭৫ জনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়। একই সময়ে ৩০ জন ব্যক্তিকে মাস্ক না পরায় ছয় ঘণ্টার আটকাদেশ দেয়া হয়েছে।’

আবু আজাদ/এসএস/এমকেএইচ