ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনই পঞ্চাশোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:২১ পিএম, ১১ নভেম্বর ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ ও নারী তিনজন। করোনায় মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ৫০ বছরের কম বয়সী কোনো রোগীর মৃত্যু হয়নি। মৃত ১৯ জনের সবাই পঞ্চাশোর্ধ্ব। এদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব সাতজন ও ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ১২৭ জনে।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মোট মৃত ছয় হাজার ১২৭ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী ২৯ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ৪৮ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৪১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৩১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭৫৭ জন এবং ষাটোর্ধ্ব ৩ হাজার ২০৬ জন রয়েছেন।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৭৩৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৫ হাজার ৩৫৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭১৫ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৩ হাজার ৩৫৩ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এমইউ/জেএইচ/জেআইএম