ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নৌ পথের নাব্যতা বজায় রাখতে করা হচ্ছে বড় ধরনের ড্রেজিং

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ নভেম্বর ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার সরকারের সময় ছাড়া বাংলাদেশ সুস্থ্য ধারায় চলেনি।

বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনার সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মাঝখানে যারা ক্ষমতায় ছিল তারা দেশে রক্তপাত, লুটতরাজ ও অসুস্থ ধারা সৃষ্টি করেছিল। ফলে নদ নদীর গতিপথ হারিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌপথ উদ্ধারে কাজ করছি।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) আয়োজিত ‘নদী, নৌপথ ও পর্যটন খাতের বিকাশে করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদী ব্যবস্থাপনাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে দেশ ঝুঁকিতে পড়বে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কথা উল্লেখ রয়েছে। প্রধানমন্ত্রী নদী খননের বিষয়টি ধারণ করেন বলেই নির্বচনী ইশতেহারে সেটি উল্লেখ করা হয়েছে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যে কাজ করছে। নদী খননের জন্য হোপারসহ আধুনিক ড্রেজার সংগ্রহ করা হবে। নৌপথর নাব্যতা বজায় রাখতে সারাবছর বড় ধরনের সংরক্ষণ (ক্যাপিটাল ও মেইন্টেনেন্স) ড্রেজিং করা হচ্ছে।

তিনি বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতির কারণে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষকে সাহসী করে তুলেছেন। শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, তা বাস্তবায়নও করে যাচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা এবং ৭ নভেম্বর রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের হত্যা করে খুনিরা দেশে আতঙ্ক সৃষ্টি করেছিল। আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল-যেন কেউ প্রতিবাদ করতে না পারে।

সংগঠনের সভাপতি আশীষ কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক প্রকৌশলী লুৎফর রহমান, নদী গবেষক আমিনুর রসুল বাবু, এসসিআরএফ-এর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ ও বর্তমান সহ-সভাপতি অমরেশ রায়।

এসসিআরএফ-এর সাধারণ সম্পাদক মহসীনুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সভাপতি আনিসুর রহমান খান।

এআর/এএইচ/এমকেএইচ