ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহার কমেছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৬ নভেম্বর ২০২০

দেশে নমুনা পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্ত ও সুস্থতার হার বেড়েছে। তবে কমে গেছে মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় ১১৪টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৪৭টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় নতুন করে আরও এক হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয় ১৫ জনের।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৫ শতাংশ। একইভাবে, একই সময়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪৩৯ জন। নমুনা শনাক্তের হিসেবে সুস্থতার হার ৮০ দশমিক ২৫ শতাংশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৪৩৯ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৯৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪১ জন, রংপুর বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, সিলেট বিভাগে ৫১ জন ও ময়মনসিংহ বিভাগের দুইজন রয়েছেন।

এমইউ/এসআর/পিআর