ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তৃণমূল থেকে উঠে এসেছিলেন সৈয়দ মহসিন আলী

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৮ নভেম্বর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী তৃণমূল থেকে ধাপে ধাপে রাজনীতি করে এই পর্যায়ে এসেছেন। ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন এরপর আওয়ামী লীগ করেছেন। তিন তিন বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরকম একজন ত্যাগী মানুষকে আমি মন্ত্রী করেছিলাম। আমি তাকে ভালভাবেই চিনি। অনেকেই তার কিছু আচরণে বিরক্ত প্রকাশ করেছেন। তাকে মন্ত্রী সভায় রাখা যায় কি না তাও ভেবে দেখতে বলেছিলেন। আমি তাকে বাদ দেয়নি। কারণ তার ওপর আমার আস্থা ছিল।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে সৈয়দ মহসিন আলীর ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাকে নিয়ে টিপ্পনি করায় মহসিন আলী সাংবাদিকের ওপর চটেছিলেন।

দশম জাতীয় সংসদের সদস্য মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সাদা মনের মানুষ বলে আখ্যায়িত করে সংসদ নেতা বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে মহসিন আলী গর্বিত ছিলেন। আমি দেখেছি তার মুখ দিয়ে  কখনো কোনো কটুকথা বের হতো না। অথচ তার একটি কথায় সাংবাদিকরা রেগে গেলেন। কিন্তু যে সাংবাদিকের ওপর তিনি রেগে গেলেন সেই সাংবাদিক কি বলেছিলেন তা হয়তো কেউ জানেন না।

প্রধানমন্ত্রী বলেন, ওই সময় যে সাংবাদিকের ওপর উনি (সৈয়দ মহসিন আলী) রেগেছিলেন সেই সাংবাদিক তার পাশে গিয়ে আমাকে নিয়ে টিপ্পনি কেটেছিল বলেই তিনি সহ্য করতে পারেননি। তার কথাটিই শুধু সবাই শুনলেন। কিন্তু তাকে উদ্দেশ্য করে যে মন্তব্য করলেন তার কথা হয় তো কেউ জানেন না।

শেখ হাসিনা বলেন, তিনি (মহসিন আলী) অসম্ভব রকমের সংস্কৃতিমনা মানুষ ছিলেন। তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। সমসাময়িক ইংরেজী গানগুলো তিনি সংগ্রহ করতেন। মহসিন আলী রেডিওর নিয়মিত শিল্পী ছিলেন। এই সংসদে তিনি গান গাইছেন। আমি আমার চেম্বারে বসে শুনেছি। মুক্তিযুদ্ধে গেছেন আহতও হয়েছেন।
 
তিনি দু’হাতে যা উপার্জন করেছিলেন তা মানুষকে দু’হাত ভরে দান করেছেন। সে স্থানীয় বেসরকারি কিছু সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

শোক প্রস্তাবের উপর আরো আলোচনা করেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ। শোক প্রস্তাব শেষে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশন কক্ষে সবাই দাঁড়িয়ে দুই মিনিট নিরবতা পালন করে মোনাজাত করেন। এরপর অধিবেশন সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করা হয়।

এইচএস/একে/পিআর