রাজধানীতে তরুণীর গলিত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে লিমা আক্তার (২১) নামের এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। লিমা শরীয়তপুরের পালং থানার আঙ্গারিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে।
লিমার ভাই সুমন বলেন, ‘কবি জসীম উদ্দীন রোডের ১১/২ নং বাসায় তাদের পরিবারের সঙ্গে থাকত লিমা। গত জানুয়ারিতে পরিবারের সঙ্গে মনোমালিন্য করে সে এক লাখ টাকা নিয়ে বেরিয়ে যায়। তারপর থেকে তার সাথে তেমন কোনো যোগাযোগ ছিল না। জানতে পারি নিলয় নামের এক ছেলের সাথে ১৫-২০ দিন আগে তার বিয়ে হয়েছে। ওই এলাকার মানুষের কাছে শুনেছি, নিলয় মাদকাসক্ত ছিল। সে লিমাকে বিভিন্নভাবে টাকার জন্য চাপ দিত, নির্যাতন করত।’
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হুসাইন জানান, ‘দক্ষিণ মান্ডায় একটি ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষ থেকে দুই হাত বাঁধা অবস্থায় এক মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তখন তার গলায় ওড়না পেচানো ছিল। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
এআরএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ২ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৩ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৫ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম