ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংসদ অধিবেশন শুরু

প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৮ নভেম্বর ২০১৫

দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন রোববার বিকেল সাড়ে চারটায় শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এই অধিবেশন ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদসহ আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী এমপিরা সংসদে উপস্থিত রয়েছেন।

অধিবেশনের শুরুতেই সভাপতি মণ্ডলির সদস্য নির্বাচিত করা হয়। সভাপতি মণ্ডলিগণ স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার ক্রমানুসারে সংসদের বৈঠক পরিচালনা করবেন। এরপর সংবিধান অনুযায়ী সংসদে দুটি অধ্যাদেশ উত্থ্যাপন করা হয়।

পরে চলমান সংসদের সদস্য সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাবে উপর আলোচনা শেষে সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়।

প্রসঙ্গত, সংসদের কোনো সদস্যের মুত্যৃ হলে অধিবেশনের প্রথম কার্যদিবস সব কার্যক্রম স্থগিত করে মুলতবির রেওয়াজ রয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী ছাড়াও সাবেক সংসদ জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান, সাবেক সংসদ সদস্য মিঞা মো. মনসুর আলী, কে জে হামিদা খানম, ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভার সাবেক স্পিকার হাসিম আবদুল হালিম, মুক্তিযুদ্ধের কালজয়ী গানের রচয়িতা নয়ীম গহর, এছাড়া আততায়ীর হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক
দুপুর সাড়ে তিনটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির অষ্টম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের অষ্টম অধিবেশন আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৪.১৫ টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
 
এ অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে দশম সংসদের সপ্তম অধিবেশন ১০ই সেপ্টেম্বর শেষ হয় মাত্র আট কার্যদিবসেই। এটি গত ১লা  সেপ্টেম্বর শুরু হয়েছিল।

এইচএস/এএইচ/পিআর