করোনায় সুস্থতার হার ৭৯ শতাংশ
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর সুস্থতার হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯৬১ করোনা রোগী। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৭ হাজার ৯০১ জনে। আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন চার লাখ ১০ হাজার ৯৮৮ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৯২১ জন অর্থাৎ ৭৯.৭৮ শতাংশ।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৭৮৫টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৩০৫, চট্টগ্রামে ৩১৪, রংপুরে ১৯, খুলনায় ১০৯, বরিশালে ৩১, রাজশাহীতে ৩২, সিলেটে ৯০ ও ময়মনসিংহ বিভাগে ৬১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আরও ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ৫ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৯৬৬ জনে।
এএইচ/এমএস