১৩ ইউনিটের চেষ্টায় কল্যাণপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, কল্যাণপুর নতুনবাজার বস্তিতে রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগার খবরে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট কাজ করে রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুন পুরোপুরি নির্বাপণে ফায়ার ফাইটাররা এখনও কাজ করছেন। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করা ফায়ার সার্ভিস দলের রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
জেইউ/এফআর
সর্বশেষ - জাতীয়
- ১ আমরা জনগণের পুলিশ হতে চাই: অতিরিক্ত কমিশনার
- ২ উপসচিব পদে পদোন্নতির কোটা কমানোর প্রস্তাবে ৬৪ ডিসির প্রতিবাদ
- ৩ গুমের সঙ্গে জড়িত সেনা-পুলিশের ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৪ শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ
- ৫ প্রধান উপদেষ্টার সঙ্গে কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ