করোনায় মোট মৃতের ৫২ শতাংশেরও বেশি ষাটোর্ধ্ব
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৬০ বছরের বেশি বয়সী বয়স্ক রোগীদের মৃত্যুরোধ করা যাচ্ছে না। শুরু থেকেই মৃত্যু তালিকায় ষাটোর্ধ্ব বয়স্কদের সংখ্যাই সবচেয়ে বেশি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও শনাক্তের ১০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৯০৫ জন। মোট মৃতদের মধ্যে ষাটোর্ধ্বদের সংখ্যা তিন হাজার ৭৫ জন (৫২ দশমিক শূন্য ৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, মৃত পাঁচ হাজার ৯০৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী ২৯ জন (শূন্য দশমিক ৪৯ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৪৬ জন (শূন্য দশমিক ৭৮ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১৩৪ জন (দুই দশমিক ২৭ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩২৬ জন (পাঁচ দশমিক ৫২ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭৩২ জন (১২ দশমিক ৪০ শতাংশ এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ৫৬৩ জন (২৬ দশমিক ৪৭ শতাংশ) রয়েছেন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৭১ জন, রাজশাহী বিভাগে ৩৭১ জন, খুলনা বিভাগে ৪৬৮ জন, বরিশাল বিভাগে ২০০ জন, সিলেট বিভাগে ২৪৫ জন, রংপুর বিভাগে ২৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২২ জন রয়েছেন।
এমইউ/এসআর/পিআর