ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় সুস্থতার হার ৭৯.৪১ শতাংশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ৩০ অক্টোবর ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৪২২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২২ হাজার ৭০৩ জন। সে হিসাবে সুস্থতার হার ৭৯ দশমিক ৪১ শতাংশে দাঁড়াল।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া মোট এক হাজার ৪২২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৮৫ জন, চট্টগ্রামে ১৪২ জন, রংপুরে ২৫ জন, খুলনায় ৩৮ জন, বরিশালে ২৩ জন, রাজশাহীতে ৪৬ জন, সিলেটে ৩৮ জন ও ময়মনসিংহে ২৫ জন রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১১২টি ল্যাবরেটরি থেকে ১৪ হাজার ৩৩১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৩ লাখ ২৪ হাজার ৭৩০ জন। নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৬০৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।

এমইউ/জেএইচ/জেআইএম