ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনামুক্ত হলেন আইজি প্রিজন মোমিনুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৮ অক্টোবর ২০২০

করোনামুক্ত হলেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুল হক মামুন।

বুধবার (২৮ অক্টোবর) করোনা টেস্টে নেগেটিভ আসায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় ফিরেছেন। কারা অধিদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কারা অধিদফতর জানায়, আইজি প্রিজন সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত কাজে যোগ দিতে সবার দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর আইজি প্রিজন হিসেবে দায়িত্ব গ্রহণের দুইদিন পরই করোনা আক্রান্ত হন তিনি।

এআর/এএইচ/পিআর