ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেষ হলো হোম ফেস্ট মেলা

প্রকাশিত: ০২:১১ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

ঘরের আসবাবপত্র কেনার ব্যস্ততা আর ভিড়ের মধ্যদিয়ে শেষ হলো হোম ফেস্ট মেলা। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপি অনুষ্ঠিত এই মেলার প্রথম দিন তেমন দর্শনার্থীর ছিল না।

তবে শনিবার মেলার শেষ দিন হওয়ায় স্টল নেয়া কোম্পানীগুলো বিশেষ অফার দিয়ে ক্রেতাদের আকর্ষনের চেষ্টা করেছে। আর মেলায় আগতরাও কম বেশী কেনাকাটা ও অর্ডার দিতে ব্যস্ত ছিলেন।

home-2
দৃষ্টি নন্দন সজ্জায় সজ্জিত মেলার বেশ কয়েকটি স্টলের একটি আরটেক। দর্শনার্থীদের চাপে স্টলে দুই নারী কর্মী নিয়ে ব্যস্ত আরটেকের মার্কেটিং ম্যানেজার নাসিফ নেওয়াজ মাহমুদ। ব্যস্ততার ফাঁকে তিনি জাগো নিউজকে জানান, আধুনিক ও রুচিশীল ইন্টেরিয়রের কমিটমেন্ট নিয়ে এক যুগ ধরে বাংলাদেশে ব্যবসা করে আসছেন। ব্যবসার প্রসার ঘটানো এবং নতুন প্রজন্মকে তাদের পণ্যের সঙ্গে পরিচিত করতে মেলায় অংশ নিয়েছেন।

সুপার স্টার গ্রুপের সমন্বয়ক ফারুক মোস্তফা বলেন, হোম ফেস্ট মেলায় অংশ নিয়ে তাদের কোম্পানী ব্যপক পরিচিতি পেয়েছে। দুই দিনে তাদের স্টল ভিজিট করেছেন দুই হাজারেরও বেশী দর্শনার্থী।

home

দর্শনার্থী আশিকুর রহমান বলেন, মেলায় অনেক নতুন অভিজ্ঞতা হলো। অনেক কিছু শেয়ার করেছে স্টলে কর্তব্যরত কর্মীরা।  
তবে টাপারওয়্যার বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ডেভলাপমেন্ট ম্যানেজার তন্ময় তাজবিনা জাহান বলেন, শেষ দিনে মেলার স্বর্থকতা ফুটে উঠেছে।

আরএম/এএইচ/আরআইপি