করোনায় মোট মৃত্যুর ৫২ শতাংশ ঢাকা বিভাগে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০৩ জন।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪৭১ জন (৭৭ দশমিক শূন্য ৫ শতাংশ) ও নারী এক হাজার ৩৩২ জন (২২ দশমিক শূন্য ৯৫ শতাংশ)।
করোনাভাইরাসে মৃতদের মধ্যে সর্বাধিক রয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগটিতে মোট মৃতের প্রায় প্রায় ৫২ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃত পাঁচ হাজার ৮০৩ জনের মধ্যে ঢাকা বিভাগে দুই হাজার ৯৯৫ জন (৫১ দশমিক ৬১ শতাংশ), চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৫৪ জন (১৯ দশমিক ৮৯ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৭০ জন (ছয় দশমিক ৩৮ শতাংশ), খুলনা বিভাগে ৪৬৪ জন (৮ শতাংশ), বরিশাল বিভাগে ১৯৭ জন (তিন দশমিক ৩৯ শতাংশ), সিলেট বিভাগে ২৪১ জন (চার দশমিক ১৫ শতাংশ), রংপুর বিভাগে ২৬১ জন (চার দশমিক ৫০ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১২১ জনের (দুই দশমিক শূন্য ৯ শতাংশ) মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।
নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৩০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ১৫ হাজার ১০৭ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক শূন্য ১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন।
বিভাগ অনুযায়ী, ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে একজন, খুলনা একজন, রাজশাহী একজন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।
এমইউ/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ কমিশনের খসড়া সুপারিশ: আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
- ২ চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
- ৩ পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম
- ৪ লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা
- ৫ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ