ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রানা প্লাজা ধস : প্রতিবেদন দাখিল ২৪ ডিসেম্বর

প্রকাশিত: ০৬:১৫ এএম, ০৬ নভেম্বর ২০১৪

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দায়ের করা পৃথক দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আফরোজা শিউলী বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। এ দিন তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত এ দিন ধার্য করে।

রানা প্লাজা ধসের ঘটনায় গত বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। একটি হলো অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের হত্যা মামলা। অপরটি হলো ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা।