গ্লোব বায়োটেক পরিদর্শনে যাবেন রাষ্ট্রদূত
বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তালিকাভুক্ত হওয়ায় তাদের কার্যালয় পরিদর্শনে যাবেন বাংলাদেশে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূত।
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এবং এর সিইও ড. কাকন নাগ। তবে কোন দেশের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত গ্লোবের অফিস পরিদর্শনে আসছেন, তা বলছে না তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ ডব্লিউএইচও’র তালিকাভুক্ত হওয়ায় একজন বিদেশি রাষ্ট্রদূত আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্লোব বায়োটেক পরিদর্শন করবেন। আমরা আশা করছি, পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় দুপুর আড়াইটায় গ্লোবের অফিসে অনুষ্ঠিত হবে।’
পিডি/জেএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ পরিশ্রম করেও উৎপাদকরা বঞ্চিত, মুনাফা লুটছে মধ্যস্বত্বভোগীরা
- ২ আইজিপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩ আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন
- ৪ গুলশানে প্রাইভেটকারসহ অপহৃত ব্যবসায়ী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
- ৫ সংখ্যালঘুদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল, সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ