ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এক সপ্তাহে করোনায় মৃত্যু কমেছে ১৭ শতাংশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৮ অক্টোবর ২০২০

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। সংক্রমণের ৪১তম সপ্তাহে (৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর) করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১৭৫ জন। ৪২তম সপ্তাহে (১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর) মৃতের সংখ্যা প্রায় ১৭ শতাংশ (১৬ দশমিক ৫৭ শতাংশ) হ্রাস পেয়ে ১৪৬ জনে দাঁড়ায়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইভাবে ৪১তম সপ্তাহের তুলনায় ৪২তম সপ্তাহে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হওয়ার হারও হ্রাস পেয়েছে।

৪১তম সপ্তাহে করোনায় আক্রান্ত থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছিল ১১ হাজার ২৯৬ জন। ৪২তম সপ্তাহে সুস্থ হওয়া রোগীর সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়ায় ১০ হাজার ৯৩৩ জন অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সুস্থ হওয়ার হার ৩ দশমিক ২১ শতাংশ হ্রাস পেয়েছে।

মৃত ও সুস্থতার হার হ্রাস পেলেও বেড়েছে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর সংখ্যা। ৪১তম সপ্তাহে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ৮১ হাজার ৭২৩টি। ৪২তম সপ্তাহে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯০হাজার ১৭৪টি। অর্থাৎ নমুনা পরীক্ষার সংখ্যা ১০ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একইভাবে নমুনা পরীক্ষার মাধ্যমে ৪১তম সপ্তাহে নতুন রোগী শনাক্ত হয় নয় হাজার ৫০৮ জন। ৪২তম সপ্তাহে নতুন শনাক্তকৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১০ হাজার ২২২ জন। অর্থাৎ নতুন শনাক্তকৃত রোগীর হার বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫১ শতাংশ।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী দুইজন। সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৬৬০ জনে।

নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৭৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮টি।

এমইউ/এসআর/এমএস