অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ধৃষ্টতা ছাড়িয়ে গেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (আইএ) মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে বিবৃতি দেওয়ার মাধ্যমে তাদের ধৃষ্টতা ছাড়িয়ে গেছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে আইএ’র প্রচারণার বিরুদ্ধে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তুরিন আফেরোজ বলেন, তারা মুক্তিযোদ্ধাদের বিচার চেয়েছে। যারা আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে ১৯৭১ সালে যুদ্ধ করেছেন। এটি একটি স্বীকৃত অধিকার। এ জন্য তাদের অপরাধ কি, তা কিন্তু বোধগম নয়।
তিনি বলেন, যখন পেট্রলবোমায় সাধারণ মানুষ মারা যায়, তখন তাদের কোনো জোরালো বক্তব্য লক্ষ করা যায় না। ট্রাইব্যুনালের বিচারকদের ওপর হামলা হয়, সেটি তারা মানবিধকার লঙ্ঘন বলে মনে করে না। তাদের একপেশে মানবাধিকার চর্চার আমরা প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে সংগঠনের ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, লে. জেনারেল (অব.) এম হারুণ অর রশীদ, আনোয়ার উল আলম শহীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক