হোল্ডিং ট্যাক্স-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়াল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়ন ফি আদায়ের বৃহত্তর স্বার্থে এবং হোল্ডিং ট্যাক্স দাতা ও ট্রেড লাইসেন্সধারীদের সুবিধার্থে বকেয়াসহ চলতি অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে রিবেট সুবিধার মেয়াদ এবং সার্চচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
এএস/এসআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সংঘর্ষে শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো মোল্লা কলেজ
- ২ বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া, ফায়ারিং এলাকা পরিহারের অনুরোধ
- ৩ চেষ্টা করেছে পুলিশ, তবে পর্যাপ্ত বুলেটপ্রুফ হেলমেট-জ্যাকেট নেই
- ৪ মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, বাইরে উৎসুক জনতা
- ৫ সিনিয়রদের জন্য জুনিয়র কর্মকর্তাকে ‘বলির পাঁঠা’ বানানো অগ্রহণযোগ্য