ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

ঢাকার আশুলিয়ায় তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে কনস্টেবল হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যা, ঢাকার গাবতলীতে এএসআইকে খুন এবং এক প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়ায় খুন হন আরেক পুলিশ সদস্য।

বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান জানান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুর রহমানকে প্রধান করে পুলিশ সদর দফতর এ তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি অন্য সদস্যরা হলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজি আশরাফুল আজিম ও শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইদুর রহমান।

একই ঘটনায় বুধবার রাতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। কনস্টেবল মুকুল হোসেন খুনের ঘটনায় আশুলিয়া থানায় মামলাটি করেন সহকর্মী এসআই আজহারুল ইসলাম। ঢাকা জেলার এএসপি নাজমুল হাসান জানিয়েছেন, এই ঘটনায় সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দায়েরকৃত মামলায় তাদের কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ঢাকা জেলা পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ইপাড়ার যে চেকপোস্টে হামলা হয়েছিল, সেটি সামান্য সরিয়ে নিয়ে তল্লাশি কাজ আগের মতো চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন হামলাকারী একটি মোটরসাইকেলে এসেছিল। তাদের কাছে ছিল ধারাল অস্ত্র। এছাড়া তাদের দুই সহযোগী কাছে ছিল আরেকটি মোটরসাইকেল, যাওয়ার সময় গুলি করতে করতে চলে যায় তারা।

আশুলিয়া থানার ওসি মোহসিন কাদির বলেন, তিন জেলার সমন্বয়ে একটি গোয়েন্দা দল গঠন হয়েছে। তারাই তদন্ত করছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের, গাজীপুর জেলার পরিদর্শক আসাদুর রহমান, নারায়ণগঞ্জ জেলার এসআই সাইফুল ইসলাম ও আড়াইহাজার থানার এসআই আব্দুস সালাম, গাজীপুর সদরের এসআই ইকবাল, শ্রীপুর থানার এসআই মজিবর রহমান ও ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের এসআই মলয় চক্রবর্তী।

জেইউ/বিএ

আরও পড়ুন