ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা মহানগরীতে করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের ব্যাখ্যা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০

ঢাকা মহানগরীতে করোনা পরিস্থিতি নিয়ে ১২ অক্টোবর রাজধানীর গুলশানে অনুষ্ঠিত আইইডিসিআর ও আইসিডিডিআরবি-র যৌথ গবেষণার অন্তর্বর্তীকালীন ফলাফল প্রকাশ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তহমিনা শিরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে বলা হয়, এ গবেষণাটি ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বমূলক চিত্র তুলে ধরেছে বলে দাবি করা হয়নি।

কিন্তু কোনো কোনো গণমাধ্যমে গবেষণাটিতে সমগ্র ঢাকা মহানগরীর চিত্র তুলে ধরেছে বলায় এর বৈজ্ঞানিক ভিত্তিদুর্বল হয়ে পড়েছে এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এত কম সংখ্যক নমুনা পরীক্ষার ফলাফলকে সমগ্র ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বকারী চিত্র বলে সিদ্ধান্তে আসা উচিত হবে না।

ঢাকা মহানগরীর প্রকৃত চিত্র তুলে ধরতে হলে ভবিষ্যতে প্রতিনিধিত্বমূলক সংখ্যক নমুনা সংগ্রহ করে আরও বড় পরিসরে গবেষণা করতে হবে।

সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহকে আমাদের এ বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ করে বিভ্রান্তি নিরসনে সহায়তা করার অনুরোধ জানানো হয়।

এমইউ/এমআরএম