করোনায় আক্রান্ত পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম
পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
মন্ত্রীর বিষয়ে শাহেদুর রহমান বলেন, ‘পরিকল্পনামন্ত্রীর শারীরিক অবস্থা ভালো। সমস্যা হলো স্যারের বয়স অনেক। বাসায় তার দেখাশোনা করবে কে? সিএমএইচে তো একটা চিকিৎসা পাবেন তিনি। তাই তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। প্রথম থেকে যথাযথভাবে চিকিৎসা হলে মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না।’
পিডি/এসআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ২ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৩ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ
- ৪ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হচ্ছে অফিস-ল্যাপটপ
- ৫ অপরিকল্পিত উন্নয়ন খাদ্য জোগানে সবচেয়ে বড় বাধা: উপদেষ্টা ফরিদা