ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় আক্রান্ত শিক্ষা সচিবসহ তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২০ পিএম, ১০ অক্টোবর ২০২০

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

আবুল খায়ের বলেন, সচিব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো বলে জানান তিনি।

জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন নিয়মিত অফিস করতেন। গত সপ্তাহে তার শরীর কিছুটা খারাপ হয়।

এরপর তার শরীরে বেশকিছু করোনার উপসর্গ দেখা দেয়। তিনি করোনা পরীক্ষা করলে রিপোর্টে পজিটিভ আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি বিদ্যালয়) মোমিনুর রশিদ এবং একই দফতরের উপসচিব আনোয়ারুল হক করোনায় আক্রান্ত হন।

শীর্ষ পর্যায়ের এই দুই কর্মকর্তা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। বর্তমানে তারা দুজনই সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী আটজন। ২৩ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫০০ জনে।

এমএইচএম/এমআরএম/পিআর