ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৯:২০ এএম, ০৫ নভেম্বর ২০১৫

একাত্তরের পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

মুজিবুল হক বলেন, একাত্তরের পরাজিত শত্রুদের বিষদাঁত এখনো ভাঙ্গা যায়নি। এই অপশক্তি বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করে দেশকে অস্থিতিশীল করতে চায়।
 
তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। যারা নাশকতামূলক কর্মকাণ্ড করছে তারা দেশের শত্রু।
 
আওয়ামী স্বাধীনতা লীগের আয়োজনে ‘দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের কঠোরহস্তে দমন করতে হবে’ শীর্ষক মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রকিবুল্লাহ।

এএস/এআরএস/আরআইপি