ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মৃত্যুহার বাড়ছে

মনিরুজ্জামান উজ্জ্বল | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৭ অক্টোবর ২০২০

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুহার বাড়ছে। এক মাস আগে গত ৭ সেপ্টেম্বর রাজধানীসহ সারাদেশে করোনায় মৃতের সংখ্যা ছিল চার হাজার ৫১৬ জন। রোগী শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ছিল এক দশমিক ৩৮ শতাংশ।

মাত্র এক মাসের ব্যবধানে আজ বুধবার (৭ অক্টোবর) করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪০ জন। অর্থাৎ গত একমাসে মৃত্যু হয়েছে ৯২৪ জনের। রোগী শনাক্ত বিবেচনায় মৃত্যুহার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

চলতি অক্টোবর মাসের সাত দিনে ১৮৯ জনের মৃত্যু হয়েছে। ১ অক্টোবর থেকে আজ ৭ অক্টোবর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যথাক্রমে ২১ জন, ৩৩ জন, ২০ জন, ২৩ জন, ২৭ জন, ৩০ জন ও ৩৩ জন।

করোনায় এ পর্যন্ত মোট মৃত পাঁচ হাজার ৪৪০ জনের মধ্যে পুরুষ চার হাজার ২০০ জন (৭৭ দশমিক ২১ শতাংশ) ও নারী এক হাজার ২৪০ জন (২২ দশমিক ৭৯ শতাংশ)।

বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৭৪৮ জন (৫০ দশমিক ৫১ শতাংশ) রোগীর মৃত্যু হয়েছে করোনায়।

এছাড়া চট্টগ্রাম বিভাগে এক হাজার ১০২ জন (২০ দশমিক ২৬ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৫৬ জন ((৬ দশমিক ৫৬ শতাংশ), খুলনা বিভাগে ৪৪৫ (৮ দশমিক ১৮ শতাংশ), বরিশাল বিভাগে ১৯৩ জন (৩ দশমিক ৫৫ শতাংশ), সিলেট বিভাগে ২৩৫ জন (৪ দশমিক ৩২ শতাংশ), রংপুর বিভাগে ২৪৭ জন (৪ দশমিক ৫৪ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ১১৩ জন (২ দশমিক শূন্য ৮ শতাংশ) রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, বরিশাল দুইজন, সিলেট একজন, রংপুর একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।

এমইউ/এসআর/এমএস