তাবেলা হত্যায় অভিযুক্ত কাইয়ুমের ভাই মতিন আটক
ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার আসামি ঢাকার বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ কাইয়ুমের ভাই এমএ মতিনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে যশোরের বেনাপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ডিবি পুলিশের একটি টিম পোর্ট থানা পুলিশের সহযোগিতায় বেনাপোল বন্দর এলাকায় অভিযান চালায়।
অভিযানে বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ কাইয়ুমের ভাই এমএ মতিনকে আটক করা হয়েছে। তাকে নিয়ে ডিবি পুলিশ রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সিজারের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী অনুযায়ী, একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
মিলন রহমান/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, যে কোনো সময় যৌথ বাহিনীর অভিযান
- ২ কেরানীগঞ্জে ব্যাংকে জিম্মি ১২ কর্মকর্তা, সেফ এক্সিট চান ডাকাতরা
- ৩ সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণের দাবি
- ৪ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা
- ৫ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে রেখেছে পুলিশ-র্যাব