ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইনগত কর্তৃত্ব বহির্ভূত নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী : শিশির মনির

প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৪

পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে মন্তব্য করেছেন কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট শিশির মনির।

বুধবার রাতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, আইনমন্ত্রীর এই নির্দেশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত। শর্ট জাজমেন্ট দিয়ে ফাঁসি কার্যকর করার কোনো সুযোগ নেই। পূর্ণাঙ্গ রায় দেখা কামারুজ্জামান সাহেবের সাংবিধানিক অধিকার।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্ততি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সন্ধ্যায় কারা মহাপরিচালক (ডিআইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।