ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইমিটেশন জুয়েলারি সমিতির অবৈধ দখল উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৪ অক্টোবর ২০২০

বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির অবৈধ দখল উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একইসঙ্গে আরও চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রোববার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দ্বিতীয় তলায় জুয়েলারি সমিতির অবৈধ দখল উচ্ছেদ ও নিচতলায় চারটি অবৈধ দোকান দখলমুক্ত করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি কক্ষ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ইমিটেশন জুয়েলারি সমবায় সমিতির নামে অবৈধভাবে দখলে করে রাখা হয়েছে। আজ সেই কক্ষের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দখলমুক্ত করেছি।

jagonews24

তিনি বলেন, এ সময় তৎক্ষণাৎ সরানোর উপযোগী ভেতরে থাকা এমন আসবাবপত্র তাদের সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হয় এবং অন্যান্য জিনিসপত্রের জব্দ তালিকা প্রস্তুত করে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে হস্তান্তর করা হয়।

ইরফান উদ্দিন আহমেদ আরও বলেন, এছাড়া নিচতলায় ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন অবৈধভাবে দখল করে রাখা চারটি দোকানও দখলমুক্ত করে নতুন তালা লাগিয়ে দেয়া হয়।

তিনি বলেন, দোকানগুলোতে যেসব জিনিসপত্র রয়েছে তা আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

দখলদাররা দীর্ঘদিন ধরে করপোরেশনের এসব সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখলেও করপোরেশনের প্রাপ্য ভাড়া প্রদান করছিল না।

এএস/বিএ/পিআর