উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করার আহ্বান স্পিকারের
দেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান ও টেকসই করতে সমাজভিত্তিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার বিকেলে ঢাকার খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে অক্সফ্যাম ও সহযোগী সংগঠনসমূহ আয়োজিত ‘সম অংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক সংগঠন সমূহের জাতীয় সম্মেলন-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
স্পিকার এসময় দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন অর্জিত হয়েছে তাতে সমাজভিত্তিক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন।
তিনি আরো বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য ধনী-দরিদ্র্যের ব্যবধান কমাতে হবে। তাই দরিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিশেষ উন্নয়ন পরিকল্পণা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
স্পিকার বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো একযোগে কাজ করলে আরো ফলপ্রসু উন্নয়ন সম্ভব। তাই তিনি সমাজভিত্তিক সংগঠনগুলোকে সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহবান জানান।
অক্সফ্যামের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ¯েœহাল ভি. সোনেজির সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অক্সফ্যাম, বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এম.বি আখতার। এছাড়া ‘‘সিড়ি’’ সংস্থার এক্সিকিউটিভ অফিসার এইমন টেইলর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এইচএস/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
- ২ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ৩ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৪ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৫ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই