যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ বৃদ্ধির আহ্বান
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ ও ফেলোশিপের সংখ্যা বৃদ্ধির জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
মঙ্গলবার দুপুরে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার মি. মার্ক ক্লেটন সৌজন্য সাক্ষাতে আসলে এ আহ্বান জানানো হয়।
শিক্ষার আন্তর্জাতিকীকরণের জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালসমূহের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনেও আগ্রেহের কথা জানান ইউজিসির চেয়ারম্যান।
ইউজিসি সূত্র জানায়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার মি. মার্ক ক্লেটন যৌথ গবেষণা, নেটওয়ার্ক সংযোগ স্থাপন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, সেমিস্টার পদ্ধতি, ভর্তি পদ্ধতি, শিক্ষার্থীর সংখ্যা, ক্রস বর্ডার হায়ার অ্যাডুকেশনসহ উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।
ইউজিসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, দেশে বিগত বছরগুলোতে শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছে। এখন আমাদের বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে হবে। এছাড়া আধুনিক জ্ঞান ও দক্ষতায়ও শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের ডেপুটি ডিরেক্টর সুরাইয়া জাহান, ইউজিসি সদস্য- অধ্যাপক ড. মোহাম্মাদ মোহাব্বত খান, অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, দিল আফরোজা বেগম, ইউজিসি সচিব ড. মো. খালেদ প্রমুখ।
এনএম/একে/পিআর