বিচার ঠেকাতেই পুলিশের উপর হামলা : স্বরাষ্ট্রমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধীদের বিচার ঠেকাতেই একের পর এক পুলিশের উপর হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ও আহত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার ঠেকাতেই আশুলিয়ায় পুলিশের উপর হামলা চালানো হয়েছে। সম্প্রতি সময়ে ব্লগার হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলা সব কিছুই একই সূত্রে গাথা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মহল মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল করার জন্য কখনও আইএস, কখনও আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি নামে এসব হামলা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই পুলিশ কর্মকর্তারা তাদের করণীয় ঠিক করবেন। কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না।
এ মন্ত্রী আরও বলেন, সকাল ৮টার কিছু সময় আগে শিল্প পুলিশের ৫ সদস্য যখন চেকপোস্টে দায়িত্ব পালন করতে যায়। ঠিক তখনি কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে এসে তাদের উপড় হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় অন্য তিন পুলিশ সদস্য তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এ জন্য পুলিশ সদস্যদের আরো সজাগ হয়ে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, আজ বুধবার সকালে রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন। সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন অবস্থায় তাদের উপর এ হামলা চালানো হয়।
এর আগেও ২২ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হন।
আল-মামুন/আরএস/আরআইপি