ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যে ১৬ প্রতিষ্ঠান থেকে বিদেশ গমনেচ্ছুদের করোনার সনদ নিতে হবে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

বিদেশ গমনেচ্ছুদের করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সনদ বাংলাদেশ সরকার নির্ধারিত ১৬টি প্রতিষ্ঠান থেকে নিতে হবে।

তাদের করোনা নেগেটিভ (মুক্ত) সনদ দেয়ার জন্য ঢাকার সিভিল সার্জনের তত্ত্বাবধানে মহাখালীর ডিএনসিসি মার্কেটে নমুনা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া নমুনা প্রদান সাপেক্ষে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, সিলেট ও নােয়াখালী সিভিল সার্জন অফিস থেকে করোনা নেগেটিভ সনদ নিতে হবে। 

বাংলাদেশে কার্যরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বিদেশিরা মহাখালীর আইসিডিডিআরবি থেকে নমুনা পরীক্ষাসাপেক্ষে করোনার নেগেটিভ সনদ নিতে পারবেন।

বেসরকারি প্রতিষ্ঠান থেকে করোনা নেগেটিভ সনদ নেয়ার কারণে বিদেশ গমনেচ্ছু কিছু যাত্রী ফ্লাইটে উঠতে না পারার প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো।

এমইউ/এইচএ/এমকেএইচ