বিদ্যুৎ বিপর্যয়: তদন্তে আরও সময় চাইবে কমিটি
মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া তিন কার্যদিবসের শেষ দিনেও (বুধবার) প্রতিবেদন দিতে পারছে না দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ক্ষতিয়ে দেখতে গঠিত কমিটি। বরং আরো সময় চাওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও তদন্ত কমিটির প্রধান আহমেদ কায়কাউস। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে না। তবে বৃহস্পতিবার তদন্তের অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করে আরও সময় চাওয়া হবে এবং খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
তদন্ত কমিটি আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবে জানিয়ে তিনি বলেন, কী কারণে গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটেছে এখনো তা নির্ধারণ করা যায়নি। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য গ্রিড লাইনের কোথায় কী সমস্যা আছে তাও চিহ্নিত করা হচ্ছে।
এছাড়া ২০০৭ সালে গ্রিড বিপর্যয়ের পর মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়েছে কী না- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সাত সদস্যের এ কমিটির সদস্যরা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম, পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমানসহ গ্রিড লাইনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাদের কাছেও বিভিন্ন তথ্য চেয়েছেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর শনিবার জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে এ কেন্দ্রের সবকটি ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে এক সাথে সারাদেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।