ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০

রাজধানীসহ সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন এক হাজার ৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৭ হাজার ২৪ জনে। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ৭৬৭ জন। শনাক্ত রোগীর তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৯৩২ জন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১৩ জন, চট্টগ্রামে ৩৬০, রংপুরে ৫১, খুলনায় ১৭৫, বরিশালে ৪৬, রাজশাহীতে ২১৩, সিলেটে ৬৩ এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৭৩টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ১০টি।

এমইউ/এফআর/জেআইএম