ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মৃতের অর্ধেকই ষাটোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এ ভাইরাসে ৫ হাজার ৯৩ জনের প্রাণহানি হয়েছে।

বয়সভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৫০ দশমিক ৫২ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। বিভিন্ন বয়সীদের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী ২৪ জন (শূন্য দশমিক ৪৭ শতাংশ), ১১ থেকে ২০বছর বয়সী ৪২ জন (শূন্য দশমিক ৮২ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১১৮ জন (২ দশমিক ৮২ শতাংশ), ৩১ থেকে ৪০বছর বয়সী ২৯৪ জন (৫ দশমিক ৭৭ শতাংশ), ৪১ থেকে ৫০বছর বয়সী ৬৬১ জন (১২ দশমিক ৯৮ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ৩৮১ জন (২৭ দশমিক ১২ শতাংশ) এবং ষাটোর্ধ্ব ২ হাজার ৫৭৩ জন (৫০ দশমিক ৫২ শতাংশ)।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৭৩টি নমুনা। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৬ হাজার ৭৬৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৮হাজার ১০টি।

এমইউ/এফআর/পিআর