ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যে ১০ এলাকায় সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক আক্রান্ত হয়েছেন করোনায়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০

রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৮৫ জন চিকিৎসক। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৮১১ জন এবং সর্বনিম্ন রাজশাহী বিভাগের বগুড়ায় ১১ জন আক্রান্ত হন।

দেশের আট বিভাগে যে ১০টি এলাকায় চিকিৎসকরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, সে এলাকাগুলো হলো-ঢাকা বিভাগের ঢাকায় ৮১১জন, গাজীপুরে ৯৭ জন, কিশোরগঞ্জে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় ১৩৩ জন, চট্টগ্রামে ৪৫৭ জন, খুলনা বিভাগের যশোরে ৩৫ জন, রাজশাহী বিভাগের বগুড়ায় ১১ জন, রংপুর বিভাগের রংপুরে ৩৫ জন, সিলেট বিভাগের সিলেটে ৩১১ জন এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে ১৩৩ জন।

চিকিৎসকের মতো ওই ১০টি এলাকায় নার্স ও স্বাস্থ্যকর্মীরাও অধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

সূত্র জানায়, চিকিৎসকের পাশাপাশি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে এক হাজার ৯৫৪ জন নার্স ও তিন হাজার ২৫৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন করোনায়।

এ নিয়ে মোট আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৯৯৫ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৮ জন চিকিৎসক।

করানোভাইরাসের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে ৮৮ জন চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। তারা মৃত সকল চিকিৎসকদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএমএ নেতারা বলেন, করোনায় মৃত চিকিৎসকদের জন্য আমাদের কান্না নয় বরং তাদের বীরত্বগাঁথা ও সাহসী আত্ম-উৎসর্গ আমাদেরকে গৌরবান্বিত করেছে এবং আগামীর দুর্গম যাত্রায় আমাদেরকে আলোর পথ দেখিয়েছে।

এমইউ/এসআর/জেআইএম