ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মি. বেকারের কেকে মেয়াদ উত্তীর্ণ রং

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

কানাডা ভিত্তিক বেকারি চেইন প্রতিষ্ঠান মি. বেকারের গাজীপুরের কারখানা থেকে ৫১ বোতল মেয়াদ উত্তীর্ণ রং উদ্ধার করেছে র‍্যাব ১ এর ভ্রাম্যমাণ আদালত। রংগুলো তারা কেকসহ নানা বেকারি পণ্য প্রস্তুতে ব্যবহার করতো। মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান চালিয়ে এ রংগুলো জব্দ করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানান, বেকারের কেউ নিশ্চিত নয় রংগুলো ফুড গ্রেডেড (খাবারে ব্যবহারযোগ্য)কিনা। পাশাপাশি তাদের রংয়ের বোতলের মেয়াদ ২০১৫ সালের জুন পর্যন্ত লেখা থাকলেও তারা মার্কার পেন দিয়ে ২০১৫ এর পাঁচকে ৬ লিখে ২০১৬ সাল পর্যন্ত বলে প্রতারণা করছে। এসব রং মানবদেহে নানা দুরারোগ্য ব্যধি সৃষ্টি করতে পারে বলে জানান তিনি। এঘটনায় তাদের ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সরওয়ার আলম।

এআর/এএইচ/আরআইপি