ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোভিড-১৯ চিকিৎসা সংকুচিত না করার আহ্বান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০

জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে দেশে অতিমারি কোভিড-১৯ প্রতিরোধে ও চিকিৎসায় করোনা ইউনিটে দায়িত্বরত ডাক্তারদের কোয়ারেন্টাইন তুলে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, সরকার কোভিড-১৯ প্রতিরোধে শুরু থেকে ভ্রান্ত নীতি অনুসরণ করে চলেছে। এ ঘটনা তারই অংশ।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ কোন পর্যায়ে অবস্থান করছে তা সঠিকভাবে সরকার চিহ্নিত করতে না পারলেও আগামী শীত মৌসুমে কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাবার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সঙ্গতিপূর্ণ নয়।

বিবৃতিতে কোভিড-১৯ রুগী শনাক্তে দৈনিক ন্যূনতম এক লাখ করোনা টেস্ট করা, হাসপাতালগুলোতে ট্রায়াজ পদ্ধতি চালু করা এবং কোভিড-১৯ চিকিৎসা সংকুচিত না করার জোর দাবি জানানো হয়।

এফএইচএস/এমএআর/পিআর