ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মৃত্যুবরণকারীদের ৫০ শতাংশের বেশি ষাটোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০

সারাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের ৫০ শতাংশেরও বেশি মানুষের বয়স ষাটোর্ধ্ব (দুই হাজার ৫১৪ জন)। সবচেয়ে কম মৃত্যু হয়েছে শূন্য থেকে ১০ বছরের মধ্যে। এদের সংখ্যা মাত্র ২২ জন অর্থাৎ শূন্য দশমিক ৪৪ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে মারা গেছেন ৪০ জন। এদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৯৭৯ জনে।

এ পর্যন্ত মোট মৃতের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৪২ জন (শূন্য দশমিক ৮৪ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১১৬ জন (দুই দশমিক ৩৩ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৯১ জন (পাঁচ দশমিক ৮৪ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৬৪১ জন (১২ দশমিক ৮৭ শতাংশ) এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ৩৫৩ জন (২৭ দশমিক ১৭ শতাংশ)।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৩টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭০৫জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৫২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

এমইউ/বিএ/এমকেএইচ